জাহান্নামের ভয়াবহ শাস্তি

কবর ও জাহান্নামের আযাব থেকে মুক্তির দোয়া
কবর ও জাহান্নামের আযাব অনেক ভয়ংকর ও কষ্টদায়ক। তাই আমাদের উচিত বেশি বেশি করে কবর ও জাহান্নামের আযাব এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দোয়া করা। আমারা চাইলে সালাতের পর অথবা সালতের সালাম ফিরানোর আগে শেষ তাশাহহুদের পর দোয়াটি পড়তে পারি।
(১)
اللَّهُــمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ’ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে
adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.