মহিলাদের নামাজ আদায়ের পদ্ধতি

মহিলাদের নামাজ পড়ার নিয়ম-প্রতিটি মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।নামাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ইবাদত গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত। হাদিসে বর্ণিত আছে,কিয়ামতের দিন সকল আমল গুলোর মধ্য থেকে সর্বপ্রথম বান্দা-বান্দীদের  সালাতের হিসাব নেওয়া হবে। প্রতিটি নারী পুরুষেরই নিয়মিত নামাজ আদায় ফরজ। পুরুষের ক্ষেত্রে জামাতে সালাত আদায় করতে হয় এবং মহিলাদেরকে বেশিরভাগ ঘরেই সালাত আদায় করতে হয় যার কারনে মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি।

মেয়েদের নামাজের সিজদার নিয়ম

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহের মধ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজদা করার  নিয়ম।আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করার জন্য নামাজে কেবলামুখী হয়ে সিজদা করতে হয়। নামাজের সিজদা করেন ঠিকই কিন্তু তার সঠিক নিয়ম অনেকেই জানেনা।

নারীরা যখন নামাজে সিজদা করবেন তখন তাদের হাতের কুনই ভূমির সাথে মিলিয়ে রাখা সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব রাদিয়াল্লাহু বলেন, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে উদ্দেশ্যে বলেছিলেন, “যখন তোমরা সিজদা করবে  তখন তোমাদের শরীর জমিনের সাথে যেন মিলে যায়।নারীদের নিয়ম এক্ষেত্রে পুরুষের মতো নয়। (সুনানে আবু দাউদ ;৮০)”

হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ‘নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদা করার সময়  (অঙ্গ-প্রত্যঙ্গ) সামঞ্জস্য রক্ষা কর এবং দের মধ্য কেউ যেন দুই হাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহীহ বুখারী ৭৮৪)’তবে কারো ওজর থাকলে কুনই বিছিয়ে সেজদা করতে পারে।

সিজদায় যাওয়ার  পর ভূমিতে দুই হাত  এবং সর্বশেষে কপাল সিজদা স্থানে রাখতে হবে। সিজার সময় চোখ থাকবে আপনার নাকের দিকে।নারীদের ক্ষেত্রে শরীরের অঙ্গগুলো যাতে মাটির কাছাকাছি থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং আঙ্গুল গুলো কেবলামুখি করে রাখবেন।

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ সম্পর্কে সঠিক  জানার জন্য নামাজে কিভাবে পা রাখতে হবে এই বিষয়টিও জানতে হবে। মহিলাদের নামাজে পা রাখার নিয়ম সম্পর্কে একটা হাদিস এসেছে। ইমাম আবু হানিফা রহ: এর অন্যতম অনুসারী ইমাম মুহাম্মদ রহ: বলেন, আমাদের নিকট পছন্দনীয় হলো মহিলারা নামাজে উভয়-পা একসাথে মিলিয়ে রাখবে। পুরুষের মতো এক পা দাড় করিয়ে রাখবে না। (কিতাবুল আসার,ইমাম মুহাম্মদ রহ: ১

হযরত খালেদ বিন লজ্জাজ রহ:বলেন, মহিলাদেরকে আদেশ করা হতো যেন তারা নামাজে দুই পা ডান দিক দিয়ে বের করে নিতম্বের ওপর বসে এবং তারা যেন পুরুষদের মতো না বসে। মহিলাদের ক্ষেত্রে আবরণ যোগ্য কোন কিছু প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কায় এমন করতে হয়। (মোসান্নাফে ইবনে আবী শাইবা  ১/৩০৩,হাদিস নং ২৭৯৯)

নামাজ পড়ার নিয়ম ও দোয়া

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ এবং পুরুষদের নামাজের নিয়মের মধ্য কিছুটা পার্থক্য থাকলেও নামাজের দোয়া সমূহ একই। নামাজে দাঁড়ানোর পর প্রথমেই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করার আগে জায়নামাজের  দোয়া পড়তে হবে।

দোয়াটি হলো-ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহিয়া লিল্লাযী ফাত্বরসামাওয়াতি ওয়াল আরদ্বঅ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন।

এরপর নামাজের নিয়ত করতে হবে (নামাজের ওয়াক্ত, রাকাত অনুযায়ী )।

তারপর সানা পাঠ করতে হবে। সোনা পাঠ করার পর আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে সুরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়া শেষ হলে তার সাথে আরো একটি সূরা যোগ করে পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে রুকু থেকে সোজা দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়ানোর সময় বলতে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা।রাব্বানা লাকাল হামদ।

এরপর সিজদায় গিয়ে পড়তে হবে সুবাহানাল্লাহ রাব্বিয়াল আলা তিনবার। দুই সিজদার মাঝামাঝি সময়ে পড়তে হবে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ার হামনি ওয়ার যুক্কনী।এভাবে এক রাকাত নামাজ শেষ করার পর পুনরায় আবার আরেক রাকাতের তাকবীরে তাহরিমা বাধা অবস্থায় একই নিয়ম অনুসরণ করতে হবে।

শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ  দোয়ায় মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top