বেপর্দা মহিলার কবরে আজাব

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা প্রস্রাব থেকে পবিত্র থাকো। কেননা প্রস্রাবের কারণেই অধিকাংশ কবরের আজাব হয়ে থাকে।’ (সহিহ তারগিব ওয়াত তারহিব: ১৫৯)

ইসলামে জঘন্য এক অপরাধের নাম পরনিন্দা। মানুষের পরস্পরের মধ্যে ঝগড়াবিবাদ সৃষ্টির লক্ষ্যে একজনের কথা অন্যজনকে বলে দেওয়াকে ইসলামে চোগলখুরি বা পরনিন্দা বলা হয়। এ পাপের কারণেও কবরে শাস্তি হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, ‘এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে। খুব বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না; বরং তা বড় পাপই তো। তাদের একজন চোগলখুরি বা পরচর্চায় ব্যস্ত থাকত। অন্যজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না।’ (সহিহ তারগিব ওয়াত তারহিব: ১৫৭)

বিবার্তা/মাসুম

কবর পরকালের প্রথম ঘাঁটি। যদি কেউ এই ঘাঁটি থেকে থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে।’ (তিরমিজি: ২৩০৮) 

কবর আজাব সত্য। মহানবী (স.) প্রায়ই কবরের আজাব থেকে মুক্তির দোয়া করতেন। সাহাবিরাও গুরুত্বের সঙ্গে কবর আজাব থেকে মুক্তির দোয়া মুখস্থ করে রাখতেন। এমনকি বাচ্চাদেরও শেখাতেন।

কবর আজাব থেকে মুক্তির আরেকটি দোয়া হলো-  اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নামা, ওয়া আউজুবিকা মিন আজাবিল কাবরি, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই, কবরের আজাব থেকে আশ্রয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top